দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের মাতাসাগর এলাকার(কারিগরি শিক্ষাবোর্ডের পাশে)ময়লার স্তূপাকারে ঢাকা এক অজ্ঞাত বৃদ্ধা মহিলার(৬৫)মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন কোতয়ালি পুলিশ।
৭আগষ্ট সোমবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের মাতাসাগরে শহরের ময়লা আর্বজনা ফেলার গাদায় দিনাজপুর পৌরসভার গাড়ি ময়লা ফেলতে গিয়ে পৌরসভার গাড়ির সহযোগী শ্রী রবিন পাল একটি হাত দেখতে পেয়ে দিনাজপুর কোতয়ালি থানায় অবগত করলে কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিত রায় দুপুর ২টায় ঘটনাস্থলে গিয়ে পৌরসভার ময়লা পরিষ্কার কর্মীদের সহযোগিতার ময়লা আর্বজনার স্তৃপে চাপা পড়া বৃদ্ধা মহিলার মৃত দেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত দেহটির সুরতহাল পরীক্ষা করে মর্গে প্রেরন করা হয়।ঘটনাস্থলে উপস্তিত কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিত রায় জানান মৃতদেহটি কয়েকদিন পূর্বের।ময়নাতদন্ত এবং পুলিশি তদন্তের ভীত্তীতেই মৃত্যুর প্রকৃত ঘটনা এবং তার পরিচয় শনাক্ত হলে পরবর্তীতে জানানো হবে।