বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

দিনাজপুরে সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডশনের উদ‍্যোগে বিএমডি নির্নয়ের ফ্রি মেডিক‍্যাল ক‍্যাম্প

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক প্রতিষ্ঠান সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডশনের উদ‍্যোগে বিএমডি(হাড় ক্ষয়ের পরিমান নির্নয়ের পরীক্ষা)সেবায় দিনব‍্যাপি ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পের আয়োজন করা হয়েছে। 
সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ‍্যোগে ৩৫শ টাকা ব‍্যায়ে বিএমডি(হাড় ক্ষয়ের পরিমান নির্নয়ের পরীক্ষা) সম্পূর্ণ বিনা মুল‍্যে নির্নয়ের ফ্রি মেডিক‍্যাল ক‍্যাম্পেটি দিনাজপুর সদরের ৬নং আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট পাটুয়াপাড়ায় আল কুরান ইন্টারন‍্যাশনাল মাদ্রাসার নীচ তলায় অবস্থিত। এই ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পটি সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতাল দিনাজপুরের অর্থোপেডিক ও ট্রমা বিশেষঞ্চ এবং সার্জন ডাঃ সাজ্জাদ হোসেনের পরিচালনায় বিনামুল‍্যে রুগিদের সেবা প্রদান করা হয়।। 
চিকিৎসা এবং রোগ নির্নয় পরীক্ষা ব‍্যায়বহুল হওয়ায় অনেকেই অর্থোপেডিক্সের বিভিন্ন জটিলতা নিয়ে দীর্ঘদিন কষ্টভোগ করলেও অর্থাভাবে অনেকেই চিকিৎসা করতে পারে না।চিকিৎসা সেবার মহতী উদ‍্যোগকে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং আর্থিক অস্বচ্ছল রুগিদের কষ্ট কিছুটা লাঘবের মহৎ উদ্দেশ‍্য নিয়ে অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাঃ সাজ্জাদ হোসেন মানব সেবায় নিয়োজিত কিছু উদ‍্যোমী ব‍্যক্তিকে নিয়ে প্রতিষ্ঠা করেন সামাজিক সংগঠন সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডশন।বর্তমানে এই প্রতিষ্ঠানের ফ্রি মেডিক‍্যিাল ক‍্যাম্পের মাধ‍্যমে হাড়জনীত জটিল সমস‍্যার অনেক রুগী বিনা পয়সায় প্রতি সপ্তাহের রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত  ‍বিশেষজ্ঞ ডাক্তারের মাধ‍্যমে হাড় ক্ষয়ের পরিমান নির্নয়ের পরীক্ষা ও চিকিৎসা সেবা নিতে পারছেন। তবে প্রতি সপ্তাহে একদিন হলেও জাতীয় শোক দিবসের এই দিনটি যথাযোগ‍্য মর্যাদায় পালনের উদ্দেশ‍্যে ১৫আগষ্ট মঙ্গলবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত  রুগিদের বিনা পয়সায় হাড় ক্ষয়ের পরিমান নির্নয় পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজ সকাল থেকে  ২৫০জন রুগির বিনে পয়সায় হাড় ক্ষয়ের পরিমান নির্নয়ের পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের সার্বিক ব‍্যবস্থাপনায় নিয়োজিত ও অর্থ সম্পাদক মোঃ শাহারিয়ার ইসলাম সবুজ।সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাঃ সাজ্জাদ হোসেন বলেন চিকিৎসা সেবাকে মানুষের দোড়গোড়ায় পৌছে দেবার উদ্দেশ‍্যে এবং অর্থাভাবে বিনা চিকিৎসায় যেন কোন মানুষ কালে এবং অকালে পঙ্গুত্ব বরন না করেন সেই মনুষ‍্যত্ব ও বিবেকবোধ থেকেই এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছি।হাড়ের চিকিৎসা নিতে আসা অনেকে বলেন এই প্রতিষ্ঠানের মাধ‍্যমে আমরা সহজেই হাড়ের চিকিৎসা নিতে পারছি পাশাপাশি ৩৫শ টাকা ব‍্যয় করে হাড় ক্ষয়ের পরীক্ষা করতে হচ্ছে না যেটা বিনা পয়সায় পরীক্ষা করতে পারছি।দোয়া করি এই প্রতিষ্ঠান যেন আরো অনেক দুর এগিয়ে যায়।।ফ্রি মেডিক‍্যাল ক‍্যাম্প পরিচালনায় অন‍্যান‍্যদের মধ‍্যে  উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল রানা,তথ‍্য সম্পাদক মাসুদ রানাসহ প্রমুখ।

Tag
আরও খবর





দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে