দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সহসভাপতি মোঃ রমজান আলীর দিনাজপুর কোতয়ালী থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায় ২২আগষ্ট সকালে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতির ছোট ছেলের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন।
ঘটনাস্থল থেকে জানা যায়, মঙ্গলবার সকালে একদল সন্ত্রাসী বাসার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তার ছোট ছেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি জখম করে বাসায় প্রবেশ করে এবং বাসার ভিতরে তান্ডব চালায় এমন একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই ঘটনার জেরে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলার সূত্র ধরে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় একদল সন্ত্রাসী মঙ্গলবার সকাল ৭ টার সময় একত্রিত হয়ে আওয়ামিলীগের সহ-সভাপতি আলহাজ রমজান আলীর বাসার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একত্রিত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং বাসার বাহিরের দরজায় সজোরে আঘাত করতে থাকে। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দূরে সরে যেতে বলে। তারপরে সন্ত্রাসীরা বাসার সিসিক্যামেরা ভেঙে ভিতরে প্রবেশ করে। অনেক্ষন তান্ডব চালানোর পরে সন্ত্রাসীরা একে একে চলে যায়।
৯৯৯ হেল্পলাইন নম্বরে ফোন করা হলে ৮.৩০ মিনিটে পুলিশের গাড়ি এসে ঘটাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাধারণ জনগণ দুঃখ প্রকাশ করে এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানায়।