নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলে
জামালপুরের ইসলামপুর শেখ হাসিনা ইন্সিটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) চার শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার (২০ মে) দুপুর সোয়া ১টা থেকে শুরু করে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো আইএইচটির ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় এদিন নির্ধারিত মৌখিক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ নিলেও ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি শুরুর ১৫ মিনিটের মাথায় দুপুর দেড়টায় ইসলামপুর আইএইচটির অধ্যক্ষ ডাক্তার মুহাম্মদ মজিবুর রহমান স্বাক্ষরিত সাঁটিয়ে দেওয়া এক নোটিশে বলা হয় 'বেলা ৩টার মধ্যেই ছাত্র-ছাত্রীদের হোস্টেল ত্যাগ করতে হবে। উক্ত সময়ের পর কেউ হোস্টেলে অবস্থান করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।'
ওই নোটিশ পাওয়ার পর শিক্ষার্থীরা ক্ষোভে ফেঁটে পড়েন। এসময় তাঁরা অভিযুক্ত শিক্ষক 'মোখলেছ হটাও, আইএইচটি বাঁচাও', 'দুর্নীতিবাজ শিক্ষককে বদলি কর, বদলি করতে হবে' নানাবিধ স্লোগান দেয়।
বেলা ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়াস্থ আইএইচটির ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী আন্দোলন করছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা তাঁদের দাবি তোলে ধরে বক্তব্য দেন। পরে
আইএইচটির অধ্যক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন অ্যাডভোকেট আব্দুস সালাম।
অবস্থার বেগতিক দেখে আইএইচটির অধ্যক্ষ 'ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস ত্যাগ করতে হবে না মর্মে' বেলা ৩টায় পুনরায় একটি নোটিশ সাঁটিয়ে দেন।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল ক্যাম্পাসে এসে সমস্যা সমাধান করবেন মর্মে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম আশ্বাস দিয়ে আগামী ৩০ মে পর্যন্ত আন্দোলন না করার আহ্বান জানালে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পত্যাহার করেন।
অভিযুক্ত শিক্ষকেরা হলেন, পেষণে নিয়োগ পাওয়া শিক্ষক ডা. শাহ মো. মোখলেছুর রহমান, ফার্মেসি বিভাগের অতিথি শিক্ষক রবিউল ইসলাম, রেডিওলোজি বিভাগের অতিথি শিক্ষক মো. আবু সাইদ এবং কম্পিউটার বিভাগের অতিথি শিক্ষক শাহাজাহান কবির।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকেরা ক্লাসে উদ্ভট আলোচনা করাসহ
শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়ায়। এছাড়া ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ছাত্রাবাস থেকে অর্থ তছরূপ করে আসছেন। বিধিবর্হিতভূতভাবে পরিবারসহ অফিসার্স কোয়ার্টারে বসবাস করে আসছেন। সরকারি দুইটি এসি এবং প্রতিষ্ঠানের ফ্রিজও ব্যবহার করছেন।
ইসলামপুর আইএইচটির অধ্যক্ষ ডাক্তার মুহাম্মদ মজিবুর রহমান বলেন, 'শিক্ষক ডাক্তার শাহ মো. মোখলেসুর রহমানসহ চার শিক্ষকের অপসারণের দাবি করছে শিক্ষার্থীরা। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম
ক্যাম্পাসে এসে সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে আমার সঙ্গে কথা বলেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।
আশা রাখি, শিগগিরই সমস্যা সমাধান হয়ে যাবে।'
উল্লেখ্য, এর আগে গত রবিবার দিনব্যাপী একই দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এসময় তীব্র গরমে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ওইদিন রেডিওলোজি, ডেন্টাল ও ল্যাবলেটরি বিভাগের বিভিন্ন বিষয়ে ৯০ জন শিক্ষার্থীর বোর্ডের মৌখিক পরীক্ষার কথা থাকলেও দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা তাঁদের মৌখিক বোর্ড পরীক্ষায় অংশ নেননি। ল্যাবরেটরি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ফার্মেসি এবং ডেন্টাল বিভাগের সাড়ে ৫০০ শত শিক্ষার্থী রয়েছে।
২ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে