নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

শিক্ষককে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

শিক্ষককে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। গতকাল রোববার মণিরামপুরের ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয় এ ঘটনা ঘটেছে। শিক্ষর্থীদের দাবী অন্যায় ভাবে হাবিবুল্লাহ হাবিব স্যারকে বরখাস্ত করা হয়েছে। তাকে নিয়েই আমরা শ্রেণী কক্ষে প্রবেশ করতে চাই। নয়তো বা ক্লাস বর্জন অব্যাহত থাকবে। বিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গতকাল সকাল ১০টার পূর্বে যথারীতি সকল শিক্ষার্থীরা উপস্থিতি হন যথা সময়ে। এ্যাসেম্বিলি শেষ করার পর ১০ম শ্রেণীর ছাত্র ফারুক হোসেন, আব্দুল্লাহ, ৯ম শ্রেণীর ছাত্র মুজাহিদ হোসেন, তানভীর হোসেনসহ ৭/৮জন শিক্ষার্থী সকল শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে না বসার কথা জানিয়ে দেয়। এসময় সকল শিক্ষার্থীরা শ্রেনী কক্ষ থেকে বেরিয়ে অফিসের সামনে তাদের দাবী দাবা তুলে ধরেন। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের জানিয়ে দেন বিদ্যালয়রে সহকারি প্রধান শিক্ষক হাবিুল্লাহ হাবিব স্যারকে অন্যায় ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে বিদ্যালয়ে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা ক্লাস করবো না। একপর্যায়ে তারা বিদ্যালয় ত্যাগ করেন। তবে এ বিষয়টি নিশ্চিত করেছেন চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। জানতে চাইলে এ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন এ প্রতিবেদককে জানান, গত বৃহস্পতিবার সহকারি প্রধান শিক্ষক হাবিবুল্লাহ হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। তবে কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সে বিষয় তিনি কিছুই জানাতে পারেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষক হাবিবুল্লাহ হাবিবকে বরখাস্ত করার প্রতিবাদে শিক্ষার্থী ছাড়াও অভিভাবক মহলও ফুসে উঠেছে। পরিস্থিতি যে পর্যায়ে পৌছুয়েছে তা শিক্ষার পরিবেশ নেই বললে চলে। বরখাস্ত হওয়ায় শিক্ষক হাবিবুল্লাহ হাবিব জানান, সহকারি শিক্ষক সুমা রানী ২দিনের বেতন কর্তন এবং অসুস্থ্য শিক্ষক মাহাবুবুল আলমের বেতন উত্তোলন করে দেওয়ার অপরাধেই আমাকে সাময়িক বরখাস্ত দেখানো হয়েছে। তিনি উল্লেখ করেন এ দুজনের মধ্যে সুমা রানী ছুটি ছাড়াই দুদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এ কারণে জেলা শিক্ষা অফিসারের নির্দেশক্রমে তার দুদিনের বেতন বাদ দেওয়া হয়েছে। অসুস্থ্য অন্য শিক্ষক মাহাবুবুল আলম প্যারালাইস্ট রোগী। বর্তমান সভাপতি এবং অবসরে যাওয়া প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল এ শিক্ষককে ২০১৮ সাল থেকে বেতন দিয়ে আসছেন। 

এক প্রশ্নের জবাবে হাবিবুল্লাহ হাবিব জানায়, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিদ্যালয়ের প্রধান পদে একজন শিক্ষক নিয়োগ ও একজন কর্মচারী নিয়োগে জটিলতা নিয়েই কমিটি তাদের সুবিধা করতে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতেই সাময়িক বরখাস্ত করেছেন। এছাড়াও বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। যেকারনে বিচার শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ বোর্ড করতে আমার আপত্তি রয়েছে।  

জানাগেছে, গত ০৮ ফেব্রুয়ারী ২০২২ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল অবসরে যান। এসময় সহকারী প্রধান শিক্ষক হাবিবুল্লাহ হাবিবকে ম্যানেজিং কমিটি বিদ্যালয় পরিচালনার দায়িত্ব দেন। এরই মধ্যে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ প্রধান শিক্ষক পদসহ দুটি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করে। যা নিয়েই মূলত বিদ্যালয়ের শিক্ষক-কমিটির মধ্যে বিরোধ শুরু হয়। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সুমন ক্লাস বর্জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খুব শিঘ্রই এ সব ঝামেলা সমাধানের চেষ্টা চলছে। এসব বিষয়ে কথা বলতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি রিসিভ করেননি তিনি।

Tag
আরও খবর





ঘোড়ার মাংস খাওয়া নিয়ে ইসলাম কি বলে?

১৭ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে