সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
যশোর কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছন, সাম্প্রদায়িক অপোশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। পূজা শান্তিপূর্নভাবে সম্পন্ন কারার লক্ষে ইতিমধ্যে সবধরেনের প্রস্তুুতি নেয়া হয়েছে। দূর্গা পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দয়া হবে না। গত বুধবার (২১সপ্টম্বর) বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়াজনে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হাসেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানয় বিশেষ অতিথির বক্তব্য রাখন, পৌরসভার মেয়র রফিুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কদ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, কেশবপুর থানার ইন্সপক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, আনসার ও ভিডিপি কর্মকর্তা দিবাশীষ দাস প্রমুখ। সভা শেষে প্রধানমন্ত্রী ও এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে অনুদান হিসেবে প্রায় ২২ হাজার টাকা করে প্রতিটা মদিরের সভাপতি-সম্পাদকের হাতে তুলে দেন অতিথিরা। এবছর উপজেলার ৯২ টি মদিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৬ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ দিন ২০ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে