মণিরামপুরের বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুস সাদাত ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ৩ কণ্যা সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাযায়, গতকাল শনিবার সকালে স্টোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আছর বাদ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নাজমুস সাদাত উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের মাষ্টার আমির আলী গাজীর ছেলে। তিনি দু’বার ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি নতুন কমিটির ইউনিয়ন সভাপতির দায়িত্ব পান।তার মৃত্যুতে জেলা আহবায়ক কমিটির সদস্য ও চেম্বর অব কমান্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপি নেতা মোহাম্মদ মুসা, উপজেলা বিএনপির আহবায়ক এড.শহীদ ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, আসাদুজ্জামান মিন্টুসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে তার মাগফিরাত কামনা করেছেন।