সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে গাছের চারা বিতরণ কর্মসূচি হিসেবে গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামবাসীর মধ্যে বেগমপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে আম ও পেয়ারার চারা বিতরণ করা হয়।
সংগঠনের সহ-সভাপতি তহমিনার সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ মতিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস টি ও এইস এস এন্ড সি আই যশোর এর আঞ্চলিক প্রধান মোঃ কাজী কুতুবুদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আল্টা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক গোবিন্দ দাস, সাংবাদিক আবু হুরায়রা রাসেল, মোঃ নূরুল ইসলাম, বেগমপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সদস্য লক্ষ্মী রানী দাস, মোঃ সিরাজুল ইসলাম, ফারহানা নার্গিস, মোঃ আব্দুর জব্বার প্রমুখ। গাছের চারা পেয়ে খুশি এলাকাবাসী, এছাড়া বেগমপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান বলেন আগামীতেও এমন সামাজিক কার্যক্রম চলমান থাকবে।
২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১৬ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
২৩ দিন ২১ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে