শার্শায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন পালিত
যশোরের শার্শায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন পালিত হয়েছে।
বৃহস্প্রতিবার(২৮সেপ্টেম্বর) বিকালে শার্শার হাইস্কুল সংলগ্নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা আ.লীগের সহ- সভাপতি মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য কাজী মালেকুজ্জামান কাকার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শার কৃতি সন্তান, যুব সমাজের অহংকার, স্বনামধন্য ফার্মাসিস্ট ও ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নাজমুল হাসান।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য যে পরিশ্রম করছেন সেই ঋণ কখনোই শোধ করা যাবে না। প্রত্যেকটি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোঁয়ায় দেশ এখন উন্নয়নের শিখরে অবস্থান করছে। দেশের মানুষ আজ অনেক ভালো আছে।
এ সময় উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান্যান সেলিম রেজা বিপুল, পুটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সর্দার, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ও বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের প্রভাষক আলীম রেজা বাপ্পি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ শার্শা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, যুবলীগ নেতা মালেকুজ্জামান সুজন, আয়নাল হক, কমিরুজ্জামান কবির, রাসেল ইসলাম ও মফিজুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনায় বিশেষ দোয়া ও কেক কাটা হয়।
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে