শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন মণিরামপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামীলীগের দুই নেতা। সোমবার (৩ অক্টোবর)বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার রাজগঞ্জ ও শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এসএম ইয়াকুব আলী ও মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। এ সময় মন্দিরে আগত ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময়সহ ভক্তবৃন্দের সার্বিক খোজ খবর নেন তারা। পরিদর্শনকালে এসএম ইয়াকুব আলী নিজ অর্থায়নে পূজার সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে এসএম ইয়াকুব আলী ও ফারুক হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অত্যন্ত আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মণিরামপুরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। ধর্ম যার যার উৎসব সবার। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ভয়ে, নির্বিঘে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানান।
পূজামন্ডপ পরিদর্শন কালে সফরসঙ্গী ছিলেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ইউপি সদস্য ফজলুর রহমান, যুবলীগের শিপন সরদার, গ্রামের কাগজের প্রতিনিধি তাজ্জামূল হুসাইন, ছাত্রলীগের রিপন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৬ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ দিন ২০ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে