কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। সোমবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন।
সন্ধায় বালিয়াডাঙ্গা দেবালয়ে পরিদর্শনের সময় শারদীয় সুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ২০০ জন ভক্তের মাঝে বস্ত্র বিতরণ করেন। বিতরণ শেষে দেবালয়ে কিছুক্ষণ অবস্থান করেন। শারদীয় সুভেচ্ছা বিনিময়কাল তাঁর সফরসঙ্গী যশোর স্থানীয় সরকার উপপরিচালক হুসাইন শওকত, যশোর জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম, যশোর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, জেলা প্রশাসনের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম,এম, আরাফাত হোসে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
এসময় দেবালয়ের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দদের উত্তরীয় পরিয়ে দেন বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সাধারণ সম্পাদক স্বপন মূখার্জি। তার পর বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সরকারের সঙ্গে শারদীয় সুভেচ্ছা ও মতবিনিময়কালে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন পূজামন্ডপে সরকারী নির্দেশনা অনুযায়ী আলোকসজ্জা বিহীন পূজার্চনা ও নিয়ম শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১৬ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
২৩ দিন ২১ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে