সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
প্রযুক্তির অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে শুরু অনলাইন ‘হ্যান্ডমেইড জুয়েলারি ব্যবসা। হয়ে উঠেছে তরুণ উদ্দোক্তা, তরুণী হিসেবে ডিজিটাল মার্কেটিং কে বেঁছে নিয়েছেন। এমনই এক তরুণী বনশ্রী মিত্র।
সে কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কেশবপুর প্রতিনিধি তন্ময় মিত্র বাপীর কন্যা।
সরকারি ব্রজলাল কলেজে,ভূগোল ও পরিবেশ বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী ওই বনশ্রী মিত্র।
মাত্র ৩ বছরের অধিক সময়, ওই তরুণী পড়ালেখার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং’ এ কাজ করে হয়েছেন তরুণ উদ্যোক্তা। করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেড়েছে তার কাজের পরিধিও। এখান থেকে অর্জিত অর্থে চলে যায় তার হাত খরচের টাকা।
কেশবপুরে পূজা উপলক্ষে ছোট্ট একটি স্টল দেন তিনি’ কথাও হয় তার সাথে, বনশ্রী মিত্র বলেন,
তিনি বলেন, আমি যখন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ইন্টারমিডিয়েট শিক্ষার্থী তখন থেকেই ভাবেই টুকটাক আয়ও করতাম। প্রথমে শিখে নেন পড়াশোনার পাশাপাশি হাতের স্মার্টফোন দিয়ে অনলাইনে কিভাবে আয় করা যায়। ইউটিউবে সেসব ভিডিও দেখতে দেখতে শিখে নেন ডেভেলপমেন্ট, ডিজাইন আর ডিজিটাল মার্কেটিংও। জীবনের প্রিয় ব্যক্তি বাবা মা’ তার পাশে থেকে সর্ব কাজেই সার্বিক সহযোগিতায় ও নিজের আত্মবিশ্বাসে এগিয়ে যাওয়া। তবে পড়াশোনা চলমান থাকবে।
তিনি আরও জানান, ১২ শত টাকা নিয়েই অগ্রযাত্রা শুরু অনলাইনে মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করেন। আর এখন তিনি প্রতিমাসে বেশ ভালো টাকা আয় করেন। স্বপ্ন দেখেন নিজের প্রতিষ্ঠানকে বড় করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন। সারা বিশ্বেই এখন ডিজিটাল মার্কেটিং অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশও পিছিয়ে নেই। দেশের আইসিটি সেক্টরে আশাতীত উন্নয়নের ফলে ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। নামকরা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের ব্র্যান্ডিং করতে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে গ্রাহক বা ভোক্তার কাছাকাছি পৌঁছাচ্ছে। যে কারণে ডিজিটাল মার্কেটিং খাতটিতে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
তবে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করা উচিত, কম বয়সী হলে কম জানবে এটা ঠিক না। কম বয়সী হলে নতুন কিছু আবিষ্কারের মেতে ওঠে এই তরুণরা এটি নতুন কথা নয়, ইতিহাস সাক্ষী তরুণরা এই বিশ্ব বাজারে অনেক বড় ভূমিকা রেখেছে। তাই সবাইকে আমি তরুণদের পাশে থাকার আহ্বান জানাই। বড়রা সঠিকভাবে সাপোর্ট দিলে তরুণরা অবশ্যই সাফল্য পাবে। তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি কেবল দক্ষতাই পারে বেকারত্ব দূর করতে। যে কোনো একটা সেক্টরে দক্ষ হতে না পারলে আপনি বাংলাদেশের সম্পদ নয়, বরং বোঝা। কর্মসংস্থানের জন্য নিজেদের তৈরি করতে হবে। আমরা যদি নিজেকে তৈরি না করি। তাহলে সে শূন্যতায় অন্য কেউ এসে জায়গা করে নেবে- এটাই স্বাভাবিক।
বনশ্রী মিত্র এত কম বয়সে তার সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন তার মা-বাবাসহ বন্ধু বান্ধবী সহপাঠীরা। আবার (ময়ূরাক্ষী) নামে একটি ফেসবুক’পেইজ রয়েছে বলে তিনি জানান।
২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১৬ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
২৩ দিন ২১ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে