কেশবপুরে এক ঘন্টার এসিল্যান্ড হলেন স্কুলছাত্রী অন্তি দাস। এক ঘন্টার জন্য প্রতিকী উপজেলা সহকারী কমিশনারের (ভ‚মি) দায়িত্ব পালন করেছেন স্কুলছাত্রী ওই অন্তি দাস। ১১অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামানের উপস্থিতিতে সে এ প্রতিকী দায়িত্ব পালন করে। মানবাধিকার সংগঠন পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।
শিক্ষার্থী অন্তি দাস উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রবিন দাসের মেয়ে। সে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও এনসিটিএফ-এর শিশু সাংবাদিক। অন্তি দাস সহকারী কমিশনারের (ভ‚মি) প্রতিকী দায়িত্ব পালনকালে বাল্যবিবাহ, নারী নির্যাতন বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অন্তি জানায়, নারী এবং কন্যা শিশুরা নেতৃত্ব এবং ক্ষমতায়নের যদি সামাজিক অবস্থা এবং অবস্থানের ইতিবাচক পরিবেশ পাই তাহলে গোটা পৃথিবী বদলে দেওয়ার সক্ষমতা রাখে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, এমনকি বিরোধী দলীয় নেতাও নারী; তাহলে চেষ্টা করলে ভবিষ্যতে আমরাও ভালো অবস্থানে যেতে পারবো।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই দেশের উন্নয়নে কাজ করবে। এ জন্য শিশুদের ছোট থেকেই দেশের জন্য প্রস্তুত করে তুলতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস এবং স্বেচ্ছাসেবক মিনা দাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কপোতাক্ষ মহিলা সংস্থার সভাপতি সুফিয়া পারভিন শিখা প্রমুখ।
২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৬ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ দিন ২০ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে