যশোরের অভয়নগরে মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুয়াখোলা গ্রামের গোলাম জহিরল হক লিখনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের গলায় দা ঠেকিয়ে জিম্মি করে মোটরসাইকেল, নগদ টাকা, স্বর্ণালংকার, হাতঘড়ি ও ক্যামেরা লুট করে নিয়ে গেছে। লুট হওয়া মালামালের মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা ।গোলাম জহিরল হক লিখন বলেন, গত মঙ্গলবার রাতের খাবারের পর তারা ঘোমাতে যান। আনুমানিক রাত চারটার দিকে ছয় থেকে সাত জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। কালো কাপড় দিয়ে মুখ বাঁধা ওই লোকদের পরনে ছিল হাফপ্যান্ট ও স্যান্ডো গেঞ্জি। তারা রামদা ও ছুরি ঠেকিয়ে পরিবারের সকলকে জিম্মী করে । বাড়ির লোকজনের একটি কক্ষে এনে গলায় রামদা ও ছুরি ঠেকিয়ে আটকে রেখে ডাকাত দল ঘরের কক্ষগুলো ওলট–পালট করে সেখান থেকে প্রায় ৩৮ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, ১৪টি হাতঘড়ি, একটি ডিএসএলআর ক্যামেরা, প্রাইজবন্ড এবং দুটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। উপজেলার পাঁচকবর এলাকা থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে
২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৬ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ দিন ২০ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে