যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্নে আইয়ান-আরিশ ঘাটে,এম ভি থ্রী ফেন্ডস ০১ কার্গো হতে ক্রেনের মাধ্যমে ভূট্টা আনলোড করার সময় ক্রেনের গ্রাফের ধাক্কায় নাঈম মোল্লা(২৫), নামে এক ঘাট শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নাঈম উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী আমতলা এলাকার ঘটক শের আলী মোল্লার ছেলে।