জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃদ্ধ লোকটির বাড়ি বগুড়ার সান্তাহারে। তিনি কানে কম শুনতেন।
জামালগঞ্জ রেলস্টেশনের পাশে তার মেয়ে জামাইয়ের বাড়ি। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসে আজ সকালে ফজরের নামাজের পরে হাঁটতে বের হন। এ সময় রেল লাইনের ওপরে উঠলে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে।
রোববার সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনার বিষয়টি সান্তাহার জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আক্কেলপুর স্টেশন মাস্টার অবগত হননি বলে জানান।
তবে স্থানীয় রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদত হোসেন ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
১১ দিন ৪৭ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে