মোঃমেশকাত হোসেন
আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ
বদলগাছী থানার এসআই মেহেদী হাসান জুলাই ২০২৩ মাসে উত্তম কাজে রেঞ্জ শ্রেষ্ঠ সাব- ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন। ১৭ আগস্ট রাজশাহী রেঞ্জ দপ্তরে রেঞ্জ ডিআইজি মোঃ আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) তাকে পুরস্কৃত করেন। ইতিপূর্বে গত ১৪ আগস্ট নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক তাঁকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরস্কৃত করেন।
এবিষয়ে এসআই মেহেদী হাসানরের অনুভূতি কি জানতে চাইলে তিনি বলেন, এই পাওয়া আমার একার দ্বারা সম্ভব হয়নি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম স্যারের দিক নির্দেশনা ও সকল অফিসারদের সহযোগিতায় এবং সচেতন জনগনের সহায়তায় এই অর্জন। আমি মনে করি এই প্রাপ্তিতে আমার দ্বায়িত্ব আরো বেড়ে গেল।আগামীতে সকলের সহায়তায় জনগনের যেন সেবা করে যেতে পারি এটাই আমার চাওয়া।
অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, সে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার। এটি তাঁর প্রাপ্য সম্মান সে পেয়েছে। এই প্রাপ্তিতে আমরা গর্বিত।
এই গৌরব অর্জনে বদলগাছী থানা পুলিশ ও টিম বদলগাছীর পক্ষ থেকে এসআই মেহেদী হাসানকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৬ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
৭ দিন ৪ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১১ দিন ৪৫ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে