জয়পুরহাটে জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় প্রাক্তন সেনা সদস্য সিরাজুল ইসলামের স্ত্রী মাসুমা খাতুন (৪০) এর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় ওই সেনা সদস্য গুরুত্বর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে জয়পুরহাট শহরে যাওয়ার সময় পারুলিয়া বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুমা খাতুনের মৃত্যু হয় এবং সিরাজুল ইসলামের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ায় রেফার্ড করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের বিজিবি ক্যাম্প-পারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুমা খাতুন (৪০) পাঁচবিবি উপজেলার খাস বাগুড়ি গ্রামের সেনাবাহিনীর সাবেক (ল্যান্স কর্পোরাল) সিরাজুল ইসলাম (৪৭) এর স্ত্রী।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে