বাংলাদেশ বর্ডার গার্ড জয়পুরহাট ব্যাটেলিয়ান (২০) বিজিবি ক্যাম্পের সদস্য নেপাল দাস (৩১) নামে এক সিপাহির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে।
নিহত বিজিবি সদস্যের নাম নেপাল দাস (৩১)। তিনি ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নে সিপাহী পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামী এলাকায়। নেপাল ওই এলাকার নারায়ণ দাসের ছেলে।
শুক্রবার (১৮ নভেম্বর) জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানান, নিহতের শরীরে বন্দুকের গুলির ক্ষত রয়েছে। পিঠে, বুকে ও ডান হাতে ক্ষতের চিহ্ন আছে। এটি দেখে মনে হয়ে পিট দিয়ে গুলি ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি পরিস্কারভাবে বলা যাবে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিজিবি সদস্য নেপালকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাতেই লাশটির ময়নাতদন্ত করে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি জয়পুরহাট বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে জানতে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ফলে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।
মেঘচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ মুঠোফোনে জানান, রাত পৌনে তিনটার দিকে জয়পুরহাট ক্যাম্প থেকে তাকে ফোন করা হয়েছিল। সম্ভবত তিনি অধানায়ক। উনি বললো একটি এক্সিডেন্টে মারা গেছে। আমি বললাম কি এক্সিডেন্টে? তখন আমাকে বললো, গুলি লেগে মারা গেছে। আমি রাতেই পরিবারের সদস্যদের জানিয়েছিলাম।
জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম সারোয়ার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। লাশ দেখে মনে হয়েছে গুলিবিদ্ধ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।