‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এ শ্লোগানকে প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, রেসিডেন্ট মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতী রায়, মেডিকেল অফিসার ডা. ওয়ালীউজ্জামান, মেডিকেল অফিসার (টিবি প্রজেক্ট) মুশতারি মমতাজ মিমিসহ অন্যান্যরা ।
এ সময় বক্তারা, এইডস রোগের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রক্তদান কার্যক্রমে এইডস পরীক্ষা নিশ্চিত করার আহবান জানান।
চলতি বছরে রাজশাহী বিভাগে ৫০ জন এইডস আক্রান্ত রোগী রয়েছেন, এর মধ্যে জয়পুরহাটে একজন বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
৮ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে