সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটে কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে সদর উপজেলা পরিষদ মুজিবর রহমান ঢালী মিলনায়তনে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সভাপতি তানভীর শাকিল জয় (এম.পি)।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহমুদ রাজ্জাক অপু। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজান আলী সরদার।
উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, জিল্লুর রহমান, বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, দোগাছী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম সুমনসহ জেলা-উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে