রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষা মোদির ওমেন্স এচিভার্স অ্যাওয়ার্ড পেলেন নীলুফা আলম পপি গোদাগাড়ী মডেল থানায় পুলিশের ব্যতিক্রমী ঈদ পালন লোহাগাড়ার সুখছড়িতে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু। ইসলামপুরে আধিপত্য বিস্তারে দফায় দফায় সংঘর্ষ : বিএনপির ১০ নেতা-কর্মী আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশী টহল অবহেলার পাত্র নাকি সভ্যতার স্থপতি? আদমদীঘিতে বাসযাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় কাউন্টারকে জরিমানা আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন দই-মিষ্টির দোকানে জরিমানা শার্শায় জামাল হত্যার মামলায় আরও এক আসামি আটক লালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যের জমি নিয়ে ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ লালপুরে মসজিদের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়।। সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে 'পশ্চিম সোনার পাড়া সমাজকল্যাণ পরিষদ' এর বহুমুখী উদ্যোগ। বড়লেখায় মৃত মোরগ বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীকে হেনস্তা,ব্যবসায়ি সমিতির সদস্য বরখাস্ত : তদন্ত কমিটি গঠন আশাশুনির বিছটে ভাঙ্গন রোধে রিংবাঁধের কাজ সম্পন্ন, স্বস্তি ফিরেছে বানভাসীদের নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও

জয়পুরহাটের আক্কেলপুরে বাণিজ্যিকভাবে আলুর চিপস তৈরী করে গ্রামের অধিকাংশ মানুষ সাবলম্বী

জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার একটি গ্রামে বাণিজ্যিকভাবে আলুর চিপস তৈরির মাধ্যমে    অভাব দূর করে প্রায় এক হাজার পরিবার স্বাবলম্বী হয়েছে। 

স্থানীয় চাহিদা মিটিয়ে এসব চিপস রাজধানী ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়। হাতে তৈরি করা এসব আলুর চিপসের চাহিদাও রয়েছে ব্যাপক। 

আক্কেলপুর পৌর সদরের শ্রীকৃষ্টপুর ও কেশবপুর গ্রামে গেলেই দেখা যায় পরিবারের নারী-পুরুষরা মিলে আলুর চিপস তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ আলু সেদ্ধ করছেন, কেউ কাটছেন, আবার কেউ কাটা আলুর চিপসগুলো রোদে শুকাতে দিচ্ছেন।

এটি তৈরি করতে খাটুনি একটু বেশি হলেও এখন পর্যন্ত লোকসানের মুখ দেখতে হয়নি তাদের। স্থানীয় বাজার থেকে (ক্যাটিনাল) আলু বাজার দর অনুযায়ী সংগ্রহ করে সেদ্ধ করার পর মেশিন না থাকায় হাতে কেটে রোদে শুকিয়ে তৈরি হচ্ছে চিপস। এক মন আলু থেকে ১০-১২ কেজি চিপস তৈরি হয়। আর সেই শুকনো আলুর চিপসগুলো বাজারে বিক্রি করে লাভবান হয়েছেন প্রায় এক হাঁজার পরিবার।
যেসকল ব্যবসায়ীর পুঁজি বেশি তারা বেশি করে আলু কিনে চিপস তৈরি করে সংরক্ষণ করেন। 

বিভিন্ন এনজিও থেকে চড়াসুদে ঋণ নিয়ে কোন ভাবে ব্যবসা পরিচালনা করে আসছে বলে শ্রীকৃষ্টপুর গ্রামের চিপস ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, পাঁচ মন আলু সিদ্ধ করে কেটে সেগুলো রোদে শুকিয়ে এক মন শুকনো চিপস তৈরি করা হয়। এক মন শুকনো একমন চিপস তৈরি করতে ৩ থেকে সাড়েতিন হাজার টাকা খরচ হয়। সময় লাগে দুই দিন। আর এক মন চিপস বাজারে পাইকারি বিক্রি হয় সাড়ে ছয় হাজার টাকায়। দুইদিনে লাভ হয় আড়ায় হাজার টাকা। আর তেলে ভেজে হাতে বিক্রি করলে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ হয়। সাধারণত আমরা তেলে ভেজে হাতে বিক্রি করি। বাপ দাদার এ ব্যবসা এখনো আমরা করে আসছি। এ ব্যবসা করে পরিবারের কিছুটা লাভবান হয়েছেন, আমাদের ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করছে। আমাদের ভালোই উন্নতি হয়েছে।

পৌর মেয়র মোঃ শহিদুল আলম চৌধুরী জানান, শ্রীকৃষ্টপুর গ্রামে আলুর চিপস তৈরির ফলে খাদ্য হিসেবে আলুর বহুবিদ ব্যবহার হচ্ছে। সরকার যদি এই শিল্পের সাথে জড়িত পরিবার গুলোকে প্রয়োজনে সহজ শর্তে ঋণ সহায়তা দেন তাহলে এই পরিবারগুলো গ্রামীণ অর্থনীতিতে বিশাল অবদান রাখবে।

এ ব্যাপারে আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন বলেন, আলুর বহুবিদ ব্যবহার নিশ্চিত করতে পুরুষের পাশাপাশি নারীদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে আলুচাষিদের উৎপাদিত আলুর ন্যায্যমূল্যও নিশ্চিত হবে।


আরও খবর