পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

কুলিয়ারচর থানার এসআই শুভ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত

আইনশৃঙ্খলা রক্ষার্থে ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর শুভ আহমেদ। ডিসেম্বর-২০২৪ ইং মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা) জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুভ আহমেদ এর নাম ঘোষণা করেন। এ সময় সাব-ইন্সপেক্টর (এসআই) শুভ আহমেদ সরকারি কাজে বাহিরে থাকায় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা) এর হাত থেকে শুভ আহমেদ এর পক্ষে ক্রেস্ট ও গিফট গ্রহণ করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জর ও বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুভ আহমেদ এক প্রতিক্রিয়ায় জানান, ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে আমাকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা) স্যারকে। কৃতজ্ঞতা জানাচ্ছি ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল সাকিব স্যারকে। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি যার দিক নির্দেশনায় ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছি তিনি হলেন আমার শ্রদ্ধাভাজন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম স্যারসহ কুলিয়ারচর থানার সকল অফিসার ও ফোর্স ভাইদের যারা আমার এই সাফল্যে সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন, এ অর্জন তার একার নয়, এ অর্জন কুলিয়ারচর থানার সকলের। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘুষ ও দালালমুক্ত থানা প্রতিষ্ঠার জন্য নিবেদিত থেকে গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদক, সন্ত্রাস, জুয়া ও চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি। থানা হবে অসহায় ও দুস্থ মানুষের প্রথম ভরসাস্থল। এ লক্ষ্যেই তিনি থানার সকলকে নিয়ে কাজ করে যাচ্ছেন। ভালো কাজ করার এ ধারায় স্বীকৃতি হিসেবে কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুভ আহমেদ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জেলায় শ্রেষ্ঠ হয়ে কুলিয়ারচর থানার মুখ উজ্জ্বল করেছে। তিনি, শুভ আহমেদ এর সফলতা কামনা করে আরো ভালো কাজ করার আহ্বান জানিয়ে ভবিষ্যতেও ভালো কাজের এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ ও ১৪ জানুয়ারি সোম ও মঙ্গলবার কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় ও নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গায় চিরনি অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ হিসেবে আওয়ামী লীগের- ৩, ডাকাতি প্রস্তুতি মামলায়- ১ ও ওয়ারেন্টভূক্ত ১৬ জন আসামিকে গ্রেফতার করে জেলায় রেকর্ড করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
আরও খবর


কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

৫ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে