বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

১৮ মাসেও ভিডব্লিউবি'র চাল পায়নি সাবানা খাতুন

 কুড়িগ্রামের চিলমারীতে ১৮ মাসে ধরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)'র বরাদ্দের চাল ফেরত চেয়ে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করছেন ভুক্তভোগী সাবানা খাতুন। তার নামে ইস্যু হওয়া কার্ডের কথা ১৮ মাস পরে জেনেছেন তিনি। ততদিনে বিগত ১৮ মাসের চাল উত্তোলন করা হয়েছে কার্ডধারীর অজান্তে। লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) নঈম উদ্দিন। তিনি বলেন, এতদিন কার্ডটি কার কাছে ছিলো সেটির খোঁজ-খবর নেয়া হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ভুক্তভোগী সেই নারীর নাম সাবানা খাতুন৷ তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা, পুটিমারী এলাকার ফাইদুল ইসলামের স্ত্রী। কার্ড নম্বর- ৩৩৪। লিখিত অভিযোগ ও সাবানা খাতুনের সঙে কথা বলে জানা গেছে, কার্ডটি করার জন্য প্রথমত সংরক্ষিত মহিলা সদস্য আদুরী আক্তারের স্বামী বিজু মিয়াকে ৫ হাজার টাকা দিয়েছিলেন সাবানা। কিন্তু এর পর বিজু বলেছেন কার্ড হয়নি। পরে বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে তিনি বলেন যেভাবে হউক একটি কার্ড দেবে তাকে। পরে ১৮ মাস পরে জানতে পারেন সাবানার নামে ভিডব্লিউবি'র কার্ড ইস্যু হয়েছে। কিন্তু এই ১৮ মাসের চাল তার নামে কেউ টিপশই দিয়ে তুলে নিয়েছেন ততদিনে। সাবানা খাতুন কার্ড সম্পর্কে অবগত হওয়ার পরে সম্প্রতি দুই মাসের চাল তুলতে পেয়েছেন। তবে তার দাবী বিগত ১৮ মাসের চাল ফেরত দিতে হবে তাকে। ভুক্তভোগী সাবানার বলেন, বিজুর কাছে কার্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সাবানা নামের দুই টা কার্ড পাশ হইছে। কিন্তু চেয়ারম্যানের সাথে ঝামেলা হওয়ায় কার্ড দুইটি আটকে রেখেছে। পরে বিজু মিয়া আমাকে ১৮ মাস পর কার্ড ফেরত দিয়েছেন বলে জানান তিনি। সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী বিজু মিয়াকে ফোন দিলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি পরে কথা বলি। থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, উনি (সাবানা) যে ১৮ মাস থেকে চাল পায়নি এ নিয়ে আমাকে তো কখনো অভিযোগ দেয়নি। আর উনি কিভাবে কার কাছে কার্ড পেলো সেটি জানা দরকার বলে জানান তিনি। 

আরও খবর