বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে সোহান নিখোঁজ।

চিলমারীঃ ব্রহ্মপুত্র নদে সোহান নিখোঁজ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে এসে সোহান নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫.৩০ মিনিটের দিকে ৫টি বাইকে করে, ১০ জন দর্শনার্থী রংপুর থেকে চিলমারী নদী বন্দর ঘু্রতে আসেন। তাদের মধ্য থেকে সাইদুর রহমান সোহান (২২) নামে এক যুবক, অনেক সখ করে নদের পাড়ে ছবি তোলার জন্য নেমে নদীতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ রোকনুজ্জামান স্বপন। তিনি বলেন, রংপু‌রের হারাগাছ থেকে পাঁচটি মোটরসাইকেলে ক‌য়েকজন যুবক চিলমারীতে ঘুরতে এসেছিলেন। তারা পরস্পর বন্ধুবান্ধব ও আত্মীয় বলে জানাগেছে। স্থানীয়রা জানায়, ঐ যুবকরা নদের তী‌রে মোবাইল ফো‌নে ছ‌বি ও ভি‌ডিও কর‌ছিলেন। হঠাৎ পানিতে পড়ে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যায় সোহান। পরে আর তাকে দেখতে না পেয়ে সঙ্গের লোকজন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। অনেক চেষ্টার পর নিখোঁজ যুবক সোহানকে খুঁজে পাওয়া যায়নি। এমতাবস্থায় চিলমারী ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করলে, ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হন। কিন্তু চিলমারী ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় যুবকের উদ্ধার অভিযান ব্যাহত হয়েছেন। জানাযায় ইতিপূর্বে ও বিগত সময়ে ও চিলমারী নদী বন্দরের ব্রহ্মপুত্র নদে, অনেকেই গোসল করতে নেমে, কেউ মাছ ধরতে এসে, কেউ ঘু্রতে এসে এবং নৌকা ডুবির ঘটনায় অনেকেই নদের পানিতে ডুবে বা পড়েগিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে, বিভাগীয় শহর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালান। চিলমারী নদী বন্দর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট  হওয়ায়, প্রতিনিয়ত প্রায় ৪/৫ হাজার মানুষ নদী পাড়াপাড় করেন। যার কারণে নদী কেন্দ্রীক নানান দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তাই এ সকল দুর্ঘটনা বা প্রাণনাশের আশংকা এড়াতে চিলমারী ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দলের খুবই প্রয়োজন। তাহলে নিখোঁজ হওয়া মানুষজনকে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করা সম্ভব হবে বলে জানা যায়। এ বিষয়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, হাবিবুর রহমান, খোকন মিয়া, লিয়ন, আবু সাঈদ, জাকির হোসেন, ফিরোজ মিয়া, রাঙা ইসলাম, রেজাউল করিম, মাসুম মিয়া, রুবেল মিয়াসহ আরও অনেকে বলেন, আমরা মনে করি প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশনে কমপক্ষে ২/৪ জন ডুবুরি থাকা খুবই প্রয়োজন। বিশেষ করে যে সকল উপজেলায় নদ/নদী আছে, সে সকল উপজেলায় কমপক্ষে ২/৪ জন ডুবুরি থাকা জরুরি প্রয়োজন বলে আমরা মনে করি। তারা আরও বলেন আমরা এ বিষয়ে, চিলমারীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের, সকল স্বেচ্ছাসেবকরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করে বলেন। সরকার যদি বিভিন্ন "সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু স্বেচ্ছাসেবীদের, জরুরি দুর্যোগ, জরুরি উদ্ধার অভিযান ও ডুবুরি বিষয়ে প্রশিক্ষণ" দিতেন, তাহলে আমাদের উপজেলার মানুষের অনেক উপকার হত বলে জানান স্বেচ্ছাসেবকরা। এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা শ্রীঃ নারায়ণ চন্দ্র বার্মা বলেন, আমাদের অফিসে ডুবুরি দল না থাকায়, বিভাগীয় অফিস থেকে ডুবুরি দল আনতে হয়। তাই আমাদের পানিতে নিখোঁজ হওয়া ব্যাক্তিদের উদ্ধার অভিযান চালাতে অনেক সময় লাগে, তিনি আরও বলেন আজ সকাল থেকে দুপুর প্রায় ২টা পর্যন্ত আমাদের রংপুর থেকে আসা ডুবুরি দল, অনেক চেষ্টা  করেছেন কিন্তু ব্রহ্মপুত্র নদে তীব্র স্রোত ও নদের পাড়ে অনেক ব্লোক থাকার কারণে, ডুবে যাওয়া সোহানকে আমাদের ডুবুরি দল উদ্ধার করতে পারিনি বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) নঈম উদ্দীন বলেন, জরুরি দুর্যোগ, জরুরি উদ্ধার অভিযান ও ডুবুরি বিষয়ে কাজ এগুলো হল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের কাজ। তারপরে ও যদি সরকারি ভাবে এই সব বিষয়ের উপর প্রশিক্ষণের কোন সুযোগ আসে, তাহলে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। 

আরও খবর