আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রীজের সন্নিকটে আলু বোঝাই ট্রলির সাথে একটি অটোর মুখোমুখী সংঘর্ষে ঘটনাাস্থলেই ট্রলি চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এরমধ্যে অটোর সামনে চালকের পার্শ্বে বসে থাকা যাত্রী হিমেশ্বর চন্দ্রকে (৪৫) আশংকাজনক অবস্থায় রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুয়াশাবৃত সড়কে উক্ত স্থানে তিস্তা থেকে রাজারহাটমুখী আলু বোঝাই একটি ট্রলির সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোর মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় আলুর বস্তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলি চালক লুৎফর রহমান (৪২) মৃত্যুবরন করেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মধুপুর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র বলে জানা গেছে।
আহতদের মধ্যে অটো চালক খাইরুল ইসলামকে (৪২) কুড়িগ্রাম সরকারি হাসপাতালে এবং অটো যাত্রী আরমান খান অন্তুকে (১৮) রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজারহাট থানার ওসি (তদন্ত) রামকৃঞ্চ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে