"স্মার্ট লাইফ স্টক, স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে
আজ শনিবার ২৫.০২.২০২৩ ইং কুড়িগ্রাম জেলার রাজিব পুর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আকবর হোসেন হিরো চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজিব পুর, উপস্থিত হয়ে বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে ২৫ টি স্টলে বিভিন্ন খামারী গরু, ছাগল, বেড়া, হাঁস, মুরগি, খরগোশ কবুতর বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। খামারীদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে প্রাণিসসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে, সহযোগিতায় প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর। প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী।
উপজেলা চেয়ারম্যান বলেন বিভিন্ন ধরনের খামার করে বেকারত্ব দুর করা সম্ভব। হোক সেটা গরু, ছাগল, হাঁস, মুরগির খামার।
খামারি রাজা বাবুর মালিক মিজানুর রহমান বলেন আমার এই ব্রাহামা জাতের গরু ৩ বছরে ৬ লক্ষাধিক টাকা খরচ হয়েছে আশাকরি বর্তমানে এর মুল্য ১০ লক্ষ টাকা হবে।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখার সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সবুর ফারুকি, সহ-সভাপতি সিরাজ উদ-দৌলা, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী মৌমিতা ভট্টাচার্য, সদস্য সচিব প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ সহ প্রমুখ।
১ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে