পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

কুড়িগ্রামে ছাত্রসমাজের সাবেক নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির জিডি


অন্য গ্রাহকের বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করায় অফিসে ঢুকে হিসাবরক্ষকে গালিগালাজ ও প্রাণনাশের অভিযোগ উঠেছে নগেশ্বরী উপজেলা ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার। 


একই সাথে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন তিনি। এতে তিনি উল্লেখ করেছেন জাহিদুল ইসলাম জাহিদ প্রায়ই অফিসে এসে বিলিং ও ক্যাশ শাখার কর্মচারীসহ লাইনম্যানদের গালাগালি করতেন। এমনকি নারী কর্মীকেও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ রয়েছে। অতিষ্ঠ হয়ে তার নামে থানায় অভিযোগ করেছেন এ কর্মকর্তা। উপজেলা ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ নাগেশ্বরী পৌর এলাকার বালাটারী গ্রামের ওমর আলীর ছেলে।


অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪মার্চ দুপুর সোয়া ১২টার দিকে অফিসে ঢুকে জোনাল অফিসের হিসাবরক্ষক সৈয়দ রফিকুল ইসলামকে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়। পরে বিষয়টি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিমকে জানান। পরে ওইদিনই নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি করেন ডেপুটি জেনারেল ম্যানেজার নিজেই। এছাড়াও জিডিতে উল্লেখ করেন, জাহিদ বিভিন্ন সময় অফিসে এসে বিলিং ও ক্যাশ শাখার কর্মচারীদের সাথে দূর্ব্যবহার করতেন। গালাগালি করতেন। হুমকীও দিতেন। মুঠোফোনে কল করে লাইনম্যানদেরও গালাগালি করতেন তিনি। 


এর আগে অফিসে ঢুকে বিলিং শাখার নারী কর্মীদের গালিগালাজের করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে বিলিং শাখার বিলিং সুপারভাইজার এক নারী বলেন, তার নিজের কোন কাজ নেই। অন্যের কাজ নিয়ে আসতো। অফিসে ঢুকে বলতো এটা করে দেন সেটা করে দেন। না করলে এ করবে সে করবে। এরকম করতো। সে প্রভাব দেখাতো এসে।


তবে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমি একটা সুপারিশ নিয়ে গেছি। আমার সাথে খারাপ আচরণ করেছে একাউন্টেন্ট। ডিপুটি জিএমও খারাপ আচরণ করেছেন। এখন আমার বিরুদ্ধে ওনারা ষড়যন্ত্র করছে। আমাকে দালাল বলেছে। আমি নাকি দালালী করতে যাই। এ নিয়ে তর্ক হয়েছে একাউন্টেন্টের সাথে। উনি আমার সাথে মিস বিহ্যাব করেছে। 


কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হালিমকে বলেন, জিডিতে যা পেয়েছেন সেটাই আমার বক্তব্য। 


নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করবো।


কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম বলেন, আমাকেও অনুলিপি দিয়েছে। বিষয়টি দেখা হবে।


আরও খবর