বিএনপির পঞ্চম দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনের, সর্বাত্মক অবরোধের সমর্থনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে ঝটিকা মিছিল ও স্বল্প সময়ের জন্য সড়কে অবস্থান নিয়েছে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে জনতা ব্যাংক বুড়িমারী শাখার সামনে বুড়িমারী-ঢাকা মহাসড়ক এলাকায় অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।
বুড়িমারী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদের নেতৃত্বে এ অবরোধ সমর্থনে ঝাটিকা মিছিল বের করে ইউনিয়ন বিএনপি'র নেতা কর্মীরা। এতে যোগ দেন বুড়িমারী ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে সুমন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রধান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাসিকুল ইসলাম প্রধান।এ সময় সরকারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বুড়িমারী ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীরা।
এদিকে, সকাল থেকে বুড়িমারী স্থলবন্দর ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়ায় রয়েছেন।
২ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৯১ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৫ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১১৫ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩৯ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৪৩ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫৯ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে