সম্প্রতি ৮ মে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামবাসীর আয়োজনে সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের শতশত জনগণ প্রিয় নেতাকে সংবর্ধনা প্রদান করেন। তাদের অকৃত্রিম ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। নির্বাচনে বিজয়ের পর তিনি ছাড়া শ্রীপুরে কোন নির্বাচিত জনপ্রতিনিধিকে এত পরিমান সংবর্ধনা দেওয়া হয়নি।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন নির্বাচন শেষ হতে না হতেই সাধারণ ভোটাদের মন জয় করতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিন পর সাধারণ ভোটাররা এবার দলীয় প্রতীক ছাড়া মন খুলে ইচ্ছামত তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে নিজেকে ধণ্য মনে করছেন। বিজয়ের উল্লাসে আত্মহারা হয়ে এলাকার মানুষ সমানতালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে মিষ্টিমুখ করানো, ফুলের মালা পড়ানো এমন কি অনুষ্ঠান করে গণসংবর্ধনা প্রদান করা হচ্ছে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সোনাতুন্দী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন।
সোনাতুন্দী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নুরুজ্জামান এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কনক, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, উপজেলা যুবলীগ নেতা খাঁন তৈয়বুর রহমান, হাসানুজ্জামান হান্নান প্রমুখ।
৭ দিন ২১ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৮ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে