মাগুরার শ্রীপুরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্যামল বিশ্বাস নামে এক ব্যক্তির জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। প্রতিবেশীরা তার জমির বাঁশের বেড়া ও কলাগাছ উপড়ে ফেলেছে বলে অভিযোগ শ্যামল নামে ওই ব্যক্তি। এ বিষয়ে তিনি বাদী হয়ে শুক্রবার বিকেলে শ্রীপুর থানায় প্রতিবেশীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মুজদিয়া-কাগজিপাড়া গ্রামে।
শুক্রবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মুজদিয়া-কাগজিপাড়া গ্রামের শ্যামল বিশ্বাসের ১৫ শতাংশ জমির উপর দেওয়া বেড়া ও কলাগাছ উপড়ে ফেলা হয়েছে। এ জমি নিয়ে মাগুরা বিজ্ঞ আদালতে মামলা চলছে। বিজ্ঞ আদালত ওই জমিতে উভয়পক্ষকে নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবেশী সুদর্শন বিশ্বাস, নিদু বিশ্বাস, কমল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, বিরেন বিশ্বাস, নিখিল বিশ্বাস ও সুকান্ত বিশ্বাস শ্যামল বিশ্বাস নামে এক ব্যক্তির ওই জমি থেকে বাঁশের বেড়া ও কলাগাছ উপড়ে দিয়েছে। এবং জোরপূর্বক জমি দখলের পায়তারা করছে।
এ বিষয়ে অভিযোগকারী শ্যামল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে আমার শরিকেরা এ জমি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে। এ জায়গায় তারা গরু-ছাগল বাঁধে নিষেধ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দেয়। ঈদের দিন সকালে সুদর্শন বিশ্বাস, নিদু বিশ্বাস ও কমল বিশ্বাসের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন বাঁশের বেড়া ও আমাদের লাগানো কলাগাছ উপড়ে ফেলছে। আমি ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত সুদর্শন বিশ্বাস বলেন, জমি ভাগের সময় তারা আমাদের জলাকার দিয়েছে। আমরা কি তা মেনে নেব? আমি তখন ছিলাম না আমি বেড়া ভাঙেনি এবং কলাগাছ উঠাইনি৷
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত দেওয়ানি মামলা চলছে। এ বিষয়গুলো সাধারণত বিজ্ঞ আদালতে রায় দিয়ে থাকে। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
৭ দিন ২১ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৮ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে