মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সব্দালপুর ইউনিয়নের কাজলি দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কাজলি দক্ষিনপাড়া গ্রামের আবুল কালাম বিশ্বাস ও ফরিদুল ইসলাম বিশ্বাসের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ সমাধানে শুক্রবার সকালে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে দুপক্ষের আমিন জমি মাপঝোঁক শুরু করেন। জমি মাপঝোঁকের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুর রাজ্জাক বিশ্বাস (৫০), কালাম বিশ্বাস (৩৫), তানভীর বিশ্বাস (২৭), রানা বিশ্বাস (২৫), সোহেল বিশ্বাস (৩৫), মরিয়য় বেগম (৪৫), মানিক বিশ্বাস (১৯), নার্গিস বেগম (৪০) ও মেহেনাজ বেগম (৩৫) মারাত্মক আহত হয়।
এ বিষয়ে আহত আব্দুর রাজ্জাক বিশ্বাস বলেন, তাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে শ্রীপুর থানা পুলিশ উভয়পক্ষকে ডেকে একটা সমাধান দেন। এবং যার যতটুকু প্রাপ্য ততটুকু জমি বুঝে নিতে বলেন। আজ সেই জমি মাপের দিন ছিল। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই জাহাঙ্গীর বিশ্বাস, রয়েল বিশ্বাস, গোলাম নবী বিশ্বাস, মহিফুল বিশ্বাস, ফরিদুল বিশ্বাস, শরিফুল বিশ্বাস, সাইফুল বিশ্বাস, রফিকুল বিশ্বাস, আজিম বিশ্বাস, ইকবাল বিশ্বাস, শাহিন বিশ্বাসসহ ১০ থেকে ১৫ আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে ফরিদুল বিশ্বাস বলেন, এ সময় আব্দুর রাজ্জাক বিশ্বাস, কালাম বিশ্বাস ও তাদের লোকজন আমাদের লোকজনের উপর চড়াও হয় এবং মারধর শুরু করে। পরে আত্নরক্ষার্থে আমাদের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ সেখানে গিয়েছিল। এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
৭ দিন ২১ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৮ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে