মুন্সিগঞ্জ জেলাধীন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২০২৬ (দুই বছর) মেয়াদে নির্বাচন সম্পন্ন হয়েছে । আজ শনিবার উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলে ।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে ভোট যুদ্ধে জয়ী হওয়ার মধ্য দিয়ে মোহাম্মদ মোক্তার হোসেন সভাপতি ও আব্দুল্লাহ আল মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে লড়াই করে সালাউদ্দিন সালমান সহ-সভাপতি এবং গোলাম মোস্তফা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এর আগে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় হাজী নাজমুল মোল্লা যুগ্ন সাধারণ সম্পাদক, আজাদ নাদভী সাংগঠনিক সম্পাদক, আজিম হাওলাদার দপ্তর ও প্রচার সম্পাদক, সুলতানা আক্তার সাহিত্য ও সমাজ কল্যান সম্পাদক, মোঃ মিজানুর রহমান ক্রীড়া ও লাইব্রেরী বিষয়ক সম্পাদক, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ১নং কার্যকরী সদস্য, আসলাম মোল্লা ৩নং কার্যকরী সদস্য ও আরিফ হোসেন হারিছ ৪নং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া ২নং কার্যকরী সদস্য পদে মনোনয়ন পত্রে প্রার্থীর স্বাক্ষর না থাকায় প্রার্থীতা বাতিল হওয়ায় পদটি শুন্য রয়েছে।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এমদাদুল হক পলাশ ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইদুল ইসলাম খান অপু ও আনোয়ার হোসেন বাদল।
যুগোপযোগী, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশের মাধ্যমে সমাজ,দেশ তথা জাতির উন্নয়নে নতুন এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সিরাজদিখানবাসীর ।
২৭ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৫ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৯ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬৭ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৮২ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮৩ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
৮৬ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে