মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলী জি. জে. উচ্চ বিদ্যালয় সংলগ্ন জলাশয়ের কিনারা হতে অর্ধ ভাসমান অবস্থায় এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস রেসকিউ টিমের সদস্যরা। বৃস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মৃত ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেওয়ান আজাদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মুখে ও কানে রক্তের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হন তারা।
মৃত ব্যাক্তি ইজ্জত আলী গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন রুপাইতলী গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে পেশায় একজন মৌসুমি দিন মজুর। জানা যায়, পুকুরপাড় সংলগ্ন জাহাঙ্গীর শিকদারের বাড়ীর নিচ তলায খোলা বারান্দায় লোকটি ৪-৫ দিন যাবৎ রাতে বিছানা পাটি মশারী টাঙিয়ে ঘুম আসতো।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে মোতাবেক তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
২৫ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
৩৩ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৮ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৫ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
৮০ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৮১ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
৮৪ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৮৫ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে