।।
কার্ত্তিক দাস,নড়াইল।।
নানা
আয়োজনে নড়াইলে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রী কৃঞ্চের ৫ হাজার ২৪৮ সন আবির্ভাব তিথি
শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। দিবসটি পালনে আজ শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে শ্রী শ্রী
রামকৃঞ্চ আশ্রম থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে
শেষ হয়। পরে আলোচনা সভা,বিশেষ প্রার্থনা এবং প্রসাদ বিতরণ করা হয়।
আলোচনা
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার প্রবীর কুমার রায়(পদোন্নতিপ্রাপ্ত
অতিরিক্ত ডিআইজি),জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস,পৌর মেয়র আন্জুমান আরা,পানি উন্নয়ন
বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন,অবসরপ্রাপ্ত প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা,জেলা
পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু,সিটি কলেজের সহকারি অধ্যাপক মলয়কান্তি
নন্দী প্রমুখ।
অনুরূপভাবে
সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া সনাতন মন্দির ও মহা শ্মশান থেকে আজ শুক্রবার বিকেলে
এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির চত্বর থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে নলদীরচর
মন্দির হয়ে একই স্থানে শেষ হয়।
এখানে
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ স্যান্নাল। বক্তব্য দেন
হিন্দু
ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের নড়াইলের উপ-পরিচালক দেবাশীষ বাইন, আগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের
সহকারি শিক্ষক সুকুমার হাজরা,মন্দির কমিটির যুগ্ম সম্পাদক প্রণব মৈত্র,যুগ্ম সম্পাদক
দূর্গেশ বিশ্বাস প্রমুখ।
এছাড়া
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ
ট্রাস্ট এক অনুষ্ঠানের আয়োজন করে। বড়দিয়া নৌ-বন্দরের গৌড়িয় মঠে শোভাযাত্রা,আলোচনা সভা
এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোহাগড়া এবং কালিয়া উপজেলায় অনুরূপ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।#
১৯/০৮/২২
ছবি আছে।
২১ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩৭ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৭ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৪৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৮ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫২ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৭ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬০ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে