নোয়াখালীতে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দলিল লেখক গ্রেফতার।
দুর্নীতি দমন কমিশন (দুদকের দায়ের করা মামলায় নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক জামাল উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে দুদক। গ্রেফতারকৃত জামাল উদ্দিনের বিরুদ্ধে তার অপর সহযোগিদের সহযোগিতায় ৭০ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে সরকারের ১ লাখ ১২ হাজার ৩২০ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদী পুলিশ কেজি স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল উদ্দিন জেলার সদর উপজেলার উত্তর ওয়াপদা এলাকার পূর্ব শুল্লাকিয়া গ্রামের হাজী আবদুল মান্নানের ছেলে।
দুদকের নোয়াখালী সহকারি পরিচালক সুবেল আহমেদ জানান, ৭০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ২০২১ সালের ৩০ ডিসেম্বর দুদক জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় অভিযুক্ত আসামি দলিল লেখক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
১ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে