নোয়াখালী জেলা শহর মাইজদীতে দিনে দুপুরে ছুরিকাঘাতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আহত করার ঘটনায় গোয়েন্দা পুলিশ নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রাজুকে(৩০) গ্রেফতার করেছে। রাজু নোয়াখালী পৌরসভার ২ নং মাষ্টারপাড়ার বেলাল হোসেন ছেলে।
জানা যায়, ৩০শে অক্টোবর দুপুরে মাইজদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে দুই যুবক অপ্রত্যাশিতভাবে অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট তদন্তে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও উপাত্ত যাচাই করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার মানিব্যাগ থেকে একটি কার্টার ব্লেড পাওয়া যায়।
এ বিষয়ে ছাত্রীর মা রোমানা আক্তার সাথী জানান, রবিবার (৩০শে অক্টোবর) স্কুল ছুটি হওয়ার পর প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে আইসিএল কিন্ডারগার্টেন স্কুলের সামনে মোটরসাইকেলে করে বখাটেরা নিহারীকার বাম হাতের কব্জিতে ছুরিকাঘাত করে।
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও উপাত্ত যাচাই করে সন্দেহভাজন ইব্রাহিম হোসেন রাজুকে গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করে। আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি কার্টার ব্লেড পাওয়া যায়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে রাষ্ট্র ও সরকার বিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির জন্য এই ধরনের অপকর্ম সংঘটিত করে চলেছে। এ বিষয়ে বিশেষ নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
২ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে