নোয়াখালীর সেনবাগ উপজেলাধীন ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর মুজা মিয়া সওদাগরের বাড়ির মৃত নুরুল ইসলাম এর ছেলে মোঃ নুরুল হুদা ওরফে হোদন (৩৭) কে প্রাণনাশের হুমকি ও সপরিবারে ক্ষতি সাধনের ভীতি প্রদর্শনকারী ভূমি দস্যু মোঃ মহিব উল্যাহ গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী ) নোয়াখালী জেলার সেনবাগ থানার মোঃ নুরুল হুদা ওরফে হোদন, পিতা- মৃত নুরুল ইসলাম, সাং দক্ষিন রাজারামপুর (মুজা মিয়া সওদাগরের বাড়ি) তাকে সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়েছে ভূমিদস্যু ১। মোঃ মহিব উল্যাহ (৩৫), পিতা-মোঃ হাবিব উল্যাহ, ২। মোঃ আবুল কাশেম মিস্ত্রী (৫২), পিতা-মৃত শেখ আহাম্মদ, উভয় সাং- দক্ষিন রাজারামপুর, থানা-সেনবাগ, জেলা- নোয়াখালী, ৩। মোঃ শামীম (২৭) পিতা-অজ্ঞাত, সাং- অজ্ঞাত, বর্তমান ঠিকানা- সেবারহাট, জালিয়া পুকুর, পলি প্লাইবোর্ড ফ্যাক্টরী, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী সহ সঙ্গীগণ মিলে মোঃ নূরুল হুদা ওরফে হোদানের বসত ঘরের সামনে দখলীয় পৈত্রিক সম্পত্তির উপর জোর করে ঘর নির্মাণ কাজ শুরু করলে বাঁধা প্রদান করা হয়। মোঃ নুরুল হুদা ওরফে হোদনের থানায় আরজি মতে মৌজা নং- ৭৯, রাজারামপুর, বিএস খতিয়ান - ৯২৮ ও ৩৬৪, বিএস দাগ নং- ৪৫৫৬ এর ২৮ শতাংশের অন্দরে ১৪ শতাংশ ভিটি।
উক্ত ভিটি আরজিতে উল্লেখিত বিবাদী ভূমি দস্যুগণ গত ৬/ ১১/ ২০২৩ ইং তারিখে ভোর ৬ টায় উক্ত দাগে জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করা আরম্ভ করলে স্থানীয় লোকজনের সামনে নির্মাণে বাধা দিলে, দেশীয় অস্ত্রদ্বারা মারধর করে। পরে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ভূমিদস্যুদের অবৈধ কাজ বন্ধ করে দেয়। এতে ভূমিদস্যু মোঃ মহিব উল্যাহ গং মোঃ নূরুল হুদা ওরফে হোদন কে সপরিবারে প্রাণনাশের হুমকি দেয়ায় ভীত সন্তস্ত হয়ে সেনবাগ থানায় অভিযোগ দাখিল করে।
প্রকাশ অভিযোগ দাখিলকারী একজন সিএনজি চালক,তার পিতা মারা যাওয়ার পূর্বে বিগত ২২/০৮/২০১৬ ইং তারিখে সকল জায়গা সম্পত্তি তাদের ৪ ভাই ও ১ বোনকে পৃথক পৃথকভাবে হেবা দলিল মূলে রেজিস্ট্রি করিয়া দেয়। তার বোন রাহেলা আক্তার থেকে ৩ শতাংশ জায়গা ক্রয় করেছে মর্মে ভূমি দস্যু মোঃ শামিম ও তার সহযোগীদের সহায়তায় জোর পূর্বক বর্ণিত দাগে টিনের ঘর নির্মাণ কাজ আরম্ভ করিলে বাদী বাঁধা দিলে বিবাদী দেশীয় অস্ত্র দ্বারা মারধর করে। এসময় স্হানীয়রা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বিবাদীগণ বিভিন্ন ভাবে বাদী ও বাদীর পরিবারের সদস্যদের খুন,জখম ও প্রাণনাশের হুমকী প্রদান করে। স্হানীয় ভাবে বিবাদ মিটানোর চেষ্টায় ব্যর্থ হওয়ার কারণে থানায় অভিযোগ দাখিল করে। বাদীর নিরীহ, দরিদ্র ও অসহায়ত্ত্বের সুযোগে ভূমি দস্যুগণ এ কাজ করছে বলে স্হানীয়রা জানায়।
৪ ঘন্টা ৩ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৭ দিন ১৫ মিনিট আগে
৭ দিন ২৬ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে