নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়ারপুর জমিসংক্রান্ত বিরোধের জেরেধরে ৪ মহিলা সহ কয়েকজনকে মারাক্ত ভাবে পিটিয়ে জখমে থানায় অভিযোগ দায়ের।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়াপির ইউনিয়নের হীরাপুর আবদুল আলী চৌকিদার বাড়ীর মৃত আবুল হক এর স্ত্রী শাহিনুর বেগম (৫৫) তার মালিকীয় দখলীয় ভূমিতে ঘর নির্মাণ করিতে গেলে, একই বাড়ির পিতি মৃত আবদুল গোফরানের ছেলে মো: বদিউজ্জামান (৫০) তার দলবল নিয়ে লাঠিপেটা করে, শাহিনুর বেগম, পারুল আক্তার, নুরুন নাহার বেগম,মিনারা আক্তার সহ আরো কয়েক জনকে গুরুতরভাবে আহত ও লুটপাট করে তাদের গায়ে স্বর্ণঅলংকার সহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পরের স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে তারা বেগমগঞ্জ মডেল থানায় ১/ মোঃ বদিউজ্জামাল (৫০) পিতা মৃত আবদুল গোরফান, ২/ বাবু (১৮), ৩/ লিপি আক্তার (২২), উভয় পিতা মোঃ বদিউজ্জামাল,৪/ ইব্রাহিম (৩৬),পিতা মৃত সোলেমান, ৫/ পারভীন আক্তার (৪৫) স্বামী বদিউজ্জামাল, ৬/ মোঃ ফারুক (৪৫)পিতা মৃত আবদুল মালেক, ৭/ জেসমিন বেগম (৪৫) শাজাহান সহ তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়।
১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে