ওমরাহ পালনে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম আরিফ আহমেদ।। দেশবাসীর দোয়া কামনা
ওমরাহ পালনে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম আরিফ আহমেদ।। দেশবাসীর দোয়া কামনা
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম আরিফ আহমেদ।
২৬ জানুয়ারি রবিবার বাংলাদেশ সময় রাত ৯ টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে গালফ এর একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সোমবার বেলা ১২টা ৪০ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে পবিত্র মক্কায় পৌছানোর কথা রয়েছে তার।
তিনি নিজ জন্মস্হান সিলেটবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পাশাপাশি তিনিও দেশবাসীর জন্যও দোয়া করবেন বলে জানিয়েছেন।
১৪ দিনে ওমরাহ হজ পালন করে ১২ ফেব্রুয়ারি পুনরায় তার লন্ডনের উদ্দেশ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ছাত্র জীবনের শুরু থেকেই তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
একজন কর্মীবান্ধব এই রাজনীতিবিদ প্রবাসে থাকলেও তার মন পড়ে থাকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সিলেটে। প্রবাসে থাকলেও সেখানকার সাধারণ অসহায় মানুষের জন্য তিনি যথাসাধ্য বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন।