রাজশাহীতে বিদেশি পিস্তলসহ 'শীর্ষ সন্ত্রাসী' সুইট গ্রেফতার রাজশাহী ব্যুরো |
![]() বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব-৫ এর মিডিয়া সেল। এর আগে বুধবার (৮ মার্চ) রাত ১১টার দিকে তাকে মহানগরীর উপর ভদ্রা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফকারকৃত মো. সারোয়ার জামান সুইট (৩৪) নগরীর বোয়ালিয়া থানার উপর ভদ্রা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়ার বালিয়া পুকুর (উপর ভদ্রা) এলাকায় শীর্ষ সন্ত্রাসী মো. সারোয়ার জামান সুইট জেল থেকে ছাড়া পেয়ে আবার নিজ এলাকায় ত্রাস সৃষ্টির জন্য তার বাড়িতে অবৈধ অস্ত্র সংগ্রহ করার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে র্যাব-৫। পরে আসামির বাসায় তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১টি টিপ চাকু, ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে আরএমপির বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলে জানানো হয়। |
২ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে