মিঠাপুকুরে বিশ্বহাত ধোয়া দিবস পালিত
শামীম রানা,মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধিঃ
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্বহাত ধোয়া দিবস-২০২২ রংপুরের মিঠাপুকুর উপজেলায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা এবং হাত ধোয়ার কলাকৌশল দেখানো হয়েছে।
র্যালীটি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে উপজেলা চত্ত¡র প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত¡র এসে শেষ হয়। উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এজিকিউট ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের সভাপতিত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তার নাজমুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষার্থীরাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বার্তা প্রেরক
শামীম রানা
মিঠাপুকুর প্রতিনিধি
তারিখঃ ২৭.১০.২০২২
মোবাইল ০১৭৪৪৮৯৬৫৮৮