মিঠাপুুুকুরে দু’গ্রুপের পৃথক আয়োজনে জেলহত্যা দিবস পালিত
শামীম রানা,মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় উপজেলা আওয়ামীলীগের সাংসদ ও উপজেলা চেয়ারম্যান গ্রুপের পৃথক পৃথক আয়োজনে জেল হত্যা দিবস পালিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার জেল হত্যার বিচারের দাবীতে ঢাকা-রংপুর মহাসড়কে বিনাশ্রমে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে র্যালী করেন উপজেলা চেয়ারম্যানের একাংশ।
বৃহস্পতিবার দুপুড় আড়াইটায় উপজেলা আওয়ামীলীগের সদস্য আক্তারুল ইসলামের সভাপতিত্বে মিঠাপুকুর ফ্লাইওভারের নিচে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি’র হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, লতিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নেয়ামূল হক মন্ডলসহ প্রমূখ।অপরদিকে উপজেলা বেগম রোকেয়া অডিটেরিয়াম হলে সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে শোক দিবসের আলোচনায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুরের সাংসদ আশিকুর রহমান।আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে ছিলেন রাশেক রহমান। এছাড়াও আর উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহ্ আনোয়ার সাদাত লেমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান মঞ্জু,যুবলীগের যুগ্ম-আহবায়ক মোন্নাফ হোসেন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন প্রমুখ।
পরে জাতীয় চার নেতার দেশ গঠনে ভূমিকা নিয়ে আলোচনা ও আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তা প্রেরক
শামীম রানা
মিঠাপুকুর প্রতিনিধি
তারিখঃ ০৩.১১.২০২২
মোবাইল ০১৭৪৪-৮৯৬৫৮৮