রংপুরের মিঠাপুকুর উপজেলায় খ্রিস্টান কমিশন অর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ(সিসিডিবি)-কম্পেহান্ডসিড প্রোভারটি রিএকশন প্রোগাম(সিপিআরপি)অর্থ্যাৎ সমিতির দারিদ্র বিমোচন কর্মসূচির আয়োজনে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা চত্ত¡রে শুরু হয়ে বেগম রোকেয়া অডিটেরিয়ামের সামনে শেষ হয়।
মঙ্গলবার সকালে সিসিডিবি-সিপিআরপির প্রোগাম অফিসার সুইট বার্ডগাইনের সভাপতিত্বে উপজেলা বেগম রোকেয়া অডিটেরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতি। বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন,থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন ও রঞ্জিত কেরকেটা সহ প্রমূখ।