রংপুরের পীরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেনের নেতৃত্বে ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিসানুর রহমান জনি, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন সেতু, সালমান রহমান, পীরগাছা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাকিব হাসান প্রান্তিক, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মিয়া, কান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ছাওলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, অন্নদানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল, কল্যাণী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পাপ্পু ও পারুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানসহ অনেকে।