রংপুরের পীরগাছায় মেধা ও প্রতিভা বিকাশের অনন্য শিক্ষালয় মিলিনিয়াম চাইল্ড স্কুলের সাফল্যের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) ক্যাম্পাসে দিনব্যাপি সুধি সমাবেশের পাশাপাশি ২০২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ, পুরস্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিলিনিয়াম চাইল্ড স্কুলের কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিচালক মোজাহিদুল ইসলাম ও প্রধান শিক্ষক আবু নাঈম।
বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মজনু মিয়া, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান ইমরান, সমাজসেবক গোলাম ফারুখ লাল, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সোলায়মান খন্দকার, থানা এসআই শাহনেওয়াজ, চাইল্ড ড্রিম একাডেমির প্রধান শিক্ষক আব্দুল হালিম, তানজিমুল হিকমাহ একাডেমির পরিচালক জহির উদ্দিন জুয়েল, ডাক্তার আবু সাঈদ মো. ইলিয়াস সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিাভবকবৃন্দ। পরে ক্লাসে উপস্থিতি শিক্ষার্থী, সেরা অবিভাবক ও সুধিজনদের সম্মাননা প্রদান করে স্কুল কর্তৃপক্ষ।