শীতের সকালে মিষ্টি রোদে মিষ্টিমুখ ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো রংপুরের পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের। শনিবার (৪ জানুয়ারি) আব্দুল করিম আবাসিক শিক্ষা নিকেতন একাডেমি ক্যাম্পাসে তাদের বরণ করে নেন একাডেমির শিক্ষক ও পরিচালকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান সুজন, একাডেমির অধ্যক্ষ মাওলানা মাহবুবার রহমান, পরিচালক জহির উদ্দিন জুয়েল, ওবায়দুল্লাহ, এনামুল হক, আমজাদ হোসেন, জিল্লুর রহমান, কো-অর্ডিনেটর মাইদুল ইসলাম, আবাসিক শিক্ষক মাসুম বিল্লাহসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকৃবন্দ।
পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক আসাদুজ্জামান আল আমিন।
এক ঝাক তরুণ শিক্ষক ও কিছু শিক্ষানুরাগী উপদেষ্টা নিয়ে তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইহকাল শান্তি, পরকালে মুক্তি ও চূড়ান্ত সফলতা অর্জন, সর্বোপরি আল্লাহর সন্তুষ্ঠি অর্জন। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার, নাইট কেয়ার, হিফজ শাখায় ভর্তির সুযোগ রয়েছে ছাত্র-ছাত্রীদের। এছাড়াও রয়েছে নিজস্ব পরিবহণ ব্যবস্থা।