রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল চারটায় রংপুর মহানগরের ১৭নং ওয়ার্ড, ভগী বালাপাড়া সংস্থার কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হযরত আলী, অ্যাডভোকেট ওয়াজিহার রহমান, ব্যাংকার অহিদুল ইসলাম, সমাজসেবক আবু হানিফ প্রমুখ।
দুই বছর আগে সংস্থাটি প্রতিষ্ঠা করেন উদ্যোক্তা ফাতেমা বেগম। প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র বিতরণ, মেধাবৃত্তি শিক্ষা প্রদান, দর্জি প্রশিক্ষণ দিয়ে নারীদের হাতের কাজ করা, কুটির শিল্প প্রভূতি সেবামূলক কাজ করে যাচ্ছে সংস্থাটি।