আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো ইউসেপ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের। সোমবার (২৭ জানুয়ারি) সকালে জেলার তালুক ধর্মদাস এলাকায় প্রতিষ্ঠান চত্ত্বরে বেলুন উড়িয়ে, নামফলক উন্মোচন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে শুরু হলো এ পথচলা।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনস্টিটিউটের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
মাহমুদুন নবী বাবুল ও শাহানা বেগমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি, ইউসেপের উপদেষ্টা পরিষদের সদস্য মোস্তফা সেলিম বেঙ্গল, ইন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান পার্থ বোস, ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সফল উদ্যোক্তা আবিদা সুলতানা মিলি, সফল চাকরিজীবী খোকন মিয়া, অভিভাবক আকমল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইউসেপ বাংলাদেশ কাজ করে পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির জন্য। ইউসেপের অন্যতম লক্ষ্য হলো এই সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষার আওতায় এনে তাদেরকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করা এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা।