বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উদ্যোগে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রংপুর মহানগর হারাগাছ থানার মিস্ত্রিপাড়া কৈলাশ রঞ্জন মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির হারাগাছ থানা শাখার সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি নুর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সাংগঠনিক সচিব শেখ আজহারুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের উদ্বোধক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মহির আলী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর মহানগরের ভারপ্রাপ্ত সচিব আতিকুল ইসলাম আতিক, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান। খেলা পরিচালনা করেন হারাগাছ থানা শাখার অর্থ সচিব ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে দৌঁড় প্রতিযোগিতা, লং ঝাপ, বল নিক্ষেপ খেলা শেষে প্রথম থেকে তৃতীয় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।